রবিবার দুপুরে ঝিনাইদহ পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে পিবিআই পুলিশ সুপার আবু আশ্রাফ এ তথ্য জানান।
এর আগে শুক্রবার ঢাকার পল্লবী থানার কালসী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সন্ধ্যায় সে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দী দেয়। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মেহেদী হাসান ঝিনাইদহ সদরের গোপিনাথপুর গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।
পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, ২০১৮ সালের ২৮ নভেম্বর জেলা শহরের হামদহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেনের বাসায় টাইলস মিস্ত্রি মেহেদী হাসান বেল্টু ও তার মা জাহানারা বেগম চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। চুরির মালামাল নিয়ে বের হওয়ার সময় আলমগীর হোসেনের ছেলে সামিউল আলম সাফিন তাদের দেখে ফেলে।
এসময় তারা সাফিনকে শ্বাসরোধ করে হত্যা শেষে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে পরদিন অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় একটি মামলা করে।